বাঙালির অন্যতম প্রিয় খেলা ফুটবল। এবার বাংলার মন পেতে সেই ফুটবলের উপরেই ভরসা রাখছে বিজেপি। আগামীকাল থেকে ঝাড়গ্রামের গজাশিমূল ফুটবল ময়দানে আয়োজিত হবে নরেন্দ্র কাপ ফুটবল প্রতিযোগিতা। ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণ করবে ৩২ টি দল। জানা গেছে, আগামী ১২ ই সেপ্টেম্বর থেকে আগামী ১৭ ই সেপ্টেম্বর পর্যন্ত চলবে এই ফুটবল প্রতিযোগিতা। তার আগে বৃহস্পতিবার বিকেলে গজাশিমূল ফুটবল ময়দান পরিদর্শন করলেন ঝাড়গ্রাম জেলা বিজেপির সভাপতি তুফান মাহাতো সহ অন্যান্যরা।