বুধবার দুপুর তিনটা ৩০ মিনিট নাগাদ তেঃমুড়া থানার পুলিশ তেঃমুড়া রেলস্টেশন এলাকা থেকে ৬০ লক্ষ টাকার ব্রাউন সুগার সহ এক মহিলাকে আটক করে। জানা যায় মহিলাটি শিলচর থেকে আগরতলার রেলে আসে তেঃমুড়ায়। তেঃমুড়া থানার পুলিশ, আসাম রাইফেল ও কাস্টম মিলে গোপন খবরের ভিত্তিতে ঐ মহিলাকে আটক করে তল্লাশি চালিয়ে মহিলার কাছ থেকে ৬০ লক্ষ টাকার ব্রাউন সুগার উদ্ধার করা হয়।