মঙ্গলবার আড়শা ব্লকের হেটগুগুই হাই স্কুলে এলাকার ছটি বুথ নিয়ে দুটি আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্প আয়োজিত হয়। এলাকার মানুষ এলাকার বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন ক্যাম্পে। উপস্থিত এলাকার বিধায়ক পঞ্চায়েত সমিতির সভাপতি সহ জন প্রতিনিধি ও আধিকারিক গন।