এজেন্সির নাম ভাঙ্গিয়ে বাড়ি বাড়ি গিয়ে তথ্য যাচাই করার অভিযোগে বর্ধমান শহর থেকে গ্রেফতার যুবক ধৃতকে তোলা হলো কাটোয়া মহকুমা আদালতে দিন শনিবার। বিচার শেষে এদিন দুপুর সাড়ে তিনটা নাগাদ তাকে নদিনের হেফাজতের নির্দেশ ছেলেকে ফাঁসানো হচ্ছে আদালত চত্বরে দাবি ধৃত যুবকের বাবার। জানা গিয়েছে ধৃত ওই যুবকের নাম হিমাদ্রি ঘোষ জাতীয় নির্বাচন কমিশনের এজেন্ট পরিচয় দিয়ে এবং তাদের সঙ্গে থাকা বু ও জাল সরকারি পরিচয় পত্র ব্যবহার করে মানুষকে ভুল বুঝছেন তিনি।