আসন্ন উৎসব নিয়ে নলহাটি থানায় একটি বিশেষ প্রশাসনিক বৈঠক। আজ রবিবার বিকেল ৫টা নাগাদ নলহাটি থানায় করা হয় একটি বিশেষ প্রশাসনিক বৈঠক আসন্ন বিভিন্ন পুজো ও উৎসব নিয়ে। আসন্ন পুজো এবং উৎসবের মরশুমে নলহাটির শহরকে যানজট মুক্ত করার উদ্দেশ্যে আজ বিশেষ আলোচনা করা হয় এই বৈঠকে। এছাড়াও আগামী ২৭ তারিখ রয়েছে গণেশ পুজো সেই গণেশ পুজো উপলক্ষে নালাটি এলাকার গণেশ পুজো কমিটিদের কে নিয়েও আলোচনা করা হয় আজকের এই বৈঠকে।