কাগজ নকল করে ভুটানে পাচারের চেষ্টা করা হয়েছিল আটা, চিনি। কিন্তু এস এস বি জওয়ানদের তৎপরতায় রোখা গেল পাচারের চেষ্টা।ঘটনাটি কালচিনি জয়গাঁ ভুটান গেটের সামনের। জানা যায় গতকাল এক পণ্যবাহী গাড়ি রাতে বৌ বাজার ভুটান গেটে পৌছায়।এস এস বি জওয়ানদের কাছে আগের থেকে খবর ছিল পণ্যবাহী গাড়িতে আটা, চিনির বস্তা রয়েছে। এই আটা, চিনি ভারত থেকে ভুটানে পাঠানোর ক্ষেত্রে নিষেধাজ্ঞা রয়েছে। নিয়ম উলঙ্ঘন করেই পাচার হচ্ছিল চিনি, আটা।