দুর্লভ নারায়ণ বাজারে বিজেপির শ্রমিক সংগঠন BMS-র দুই গোষ্ঠীর কোন্দল এখন সাধারণ মানুষের জন্য বড় সমস্যা তৈরি করেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, একদিকে দুর্লভ নারায়ণ অঞ্চলের নেতা বলাই দেবনাথ, অপরদিকে মেলাঘরের নেতা বিপ্লব মজুমদার–এর মধ্যে দীর্ঘদিন ধরেই আধিপত্য বিস্তার নিয়ে টানাপোড়েন চলছে।