ট্রাকের চাকায় পড়ল স্কুল ছাত্র, দুমড়ে মুচরে গেল ছাত্রের সাইকেল, উত্তেজিত জনতা ভাঙচুর করার চেষ্টা করে ট্রাক টিকে, অল্পের জন্য প্রাণে রক্ষা পেল স্কুল ছাত্র।এমনই ভয়াবহ ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর থানার কল্মীজোড় মান্না পাড়া এলাকায়। ব্রাহ্মণ বসান স্কুলের ছাত্র রুপম মুলা।