"জিরো গার্বেজ" এই টার্গেট নিয়েই চলছে বর্তমান তৃণমূল পরিচালিত শিলিগুড়ি পুরবোর্ড। সেই লক্ষ্যে একাধিক অত্যাধুনিক গাড়ি ব্যবহার করা হচ্ছে শহরকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে। তারপরেও যাতে শহরেকে আরোও ঝাঁ চকচকে রাখা যায় সেই লক্ষ্যে পাঁচটি আরোও নতুন ট্রাক্টর নামানো হলো শহর শিলিগুড়িতে।শুক্রবার এই নতুন ট্রাক্টর গুলির সবুজ পতাকা নাড়িয়ে শুভ সূচনা করেন মেয়র গৌতম দেব।