শোবার ঘরের মেঝে থেকে এক যুবকের মৃতদেহ উদ্ধার। রবিবার এই ঘটনায় ব্যপক চাঞ্চল্য ছড়িয়েছে ইটাহারের নাউটুলি গ্রামে। মৃত যুবকের নাম বাইরু বর্মন(২০)। বাইরু পেশায় দিনমজুর। জানা গিয়েছে, শনিবার রাতে বাইরু মদ্যপ অবস্থায় বাড়ি ফিরে খাবার না খেয়ে নিজের ঘরে ঘুমাতে যায়। সকালে বাইরুর মা তাকে ঘরে ডাকতে গিয়ে দেখে ছেলের মৃতদেহ। তবে বাইরুর গলায় ফাঁসের চিহ্ন থাকায় রহস্য দানা বেঁধেছে। পুলিস একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা করে দেহ ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ মেডিক্যালে পাঠিয়েছে।