ভূতনির মানুষকে বিপদের মুখে ফেলে দেওয়া হয়েছে। ভুতনিতে বন্যা ওমেন মেড। রাজ্যের শাসকদল তৃণমূল ও বিজেপির সর্বত্রই মানুষকে নিয়ে ছিনিমিনি খেলা খেলেছে। প্রাণের জন্য মানুষের হাহাকার রয়েছে এত বিপদ পরিস্থিতির পরও রাজ্যের কোন মন্ত্রী একবারের জন্যও ভূতনি ঘুরে দেখেননি। মানুষ চরম বিপদের মধ্যে রয়েছে। তৃতীয় বারের জন্য চলতি বন্যা হচ্ছে। খয়েরতলা থেকে রাজ্যের সরকারকে আক্রমণ করে তীব্র ক্ষোভ প্রকাশ করলেন CITU জেলা সম্পাদক দেবজ্যোতি সিনহা।