আবাস যোজনার ঘর তোলাকে কেন্দ্র করে উত্তেজনা। এক মহিলাকে মারধর ও শ্লীলতাহানির অভিযোগ। সদ্য দায়িত্ব প্রাপ্ত তৃণমূলের মেখলিগঞ্জ টাউন যুব সভাপতি তথা মেখলিগঞ্জ পুরসভার ৩নং ওয়ার্ডের পুরসদস্য বাবলু বর্মন ও তাঁর ছেলে সহ মোট ৯জনের নামে মেখলিগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করে স্থানীয় পরিমল বর্মনের স্ত্রী নমিতা বর্মন নামের এক গৃহবধূ। গৃহবধুর অভিযোগ, তাঁদের সীমানায় অবৈধভাবে সরকারি ঘর ও বিল্ডিং তৈরী করা।