রবিবার চেংমারিতে স্থানীয় সব্যসাচী সংঘের পরিচালনায় অনুষ্ঠিত একদিবসীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন হল সংকোশ চা-বাগানের রাইজিং স্টার ক্লাব। ফাইনালে আয়োজক সংস্থার বিরুদ্ধে মাঠে নামে রাইজিং স্টার ক্লাব। নির্ধারিত সময় গোলশূন্য থাকায় টাইব্রেকারের সাহায্য নেওয়া হয়। টাইব্রেকারে ৫-৪ গোলে জয়লাভ করে রাইজিং স্টার ক্লাব। এদিনের ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন রাজ্যসভার সাংসদ প্রকাশ চিকবড়াইক।