আজ ২৪ শে আগস্ট আনুমানিক বিকেল ৪ টে নাগাদ দুবরাজপুর এরিয়া কমিটির রঞ্জন বাজার শাখার উদ্যোগে প্রয়াত কমরেড উত্তম মিশ্রের স্মরণসভা অনুষ্ঠিত হলো। সভায় উপস্থিত ছিলেন জেলা কমিটির সম্পাদকমন্ডলীর সদস্য কমরেড শীতল বাউরি, আনারুল হক, জেলা কমিটির সদস্যা কমরেড রূপা বাগ্দী, দুবরাজপুর ও বক্রেশ্বর এরিয়া কমিটির সম্পাদক আলাউদ্দিন খান, সুপ্রিয় ভট্টাচার্য্য প্রমুখ।শোক প্রস্তাব পাঠ করেন শাখা সম্পাদক অমর মেহেতা। পরবর্তীতে স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন আলাউদ্দিন খান, ফরওয়ার্ড