মৃতের নাম দয়ারাম দাস (৫৫)। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দিনকয়েক আগে সাইকেলে চেপে তিনি বাড়ি ফিরছিলেন। সেই সময় তিনি সাইকেল থেকে পড়ে যান। তাতে তিনি গুরতর জখম হন। স্থানীয় বাসিন্দারা রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে দুর্গাপুর হাসপাতালে ভির্ত করেন। এরপর অবস্থার অবনতি হলে তাঁকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সোমবার ভোরে তিনি মারা যান।