গাজোল পান্ডুয়া চক্রের উদ্যোগে অবসর প্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা গণের সংবর্ধনা প্রদান এবং নতুন শিক্ষক শিক্ষিকা গণের নবীন বরণ উৎসব এবং শিক্ষক দিবস উদযাপন করা হয় এদিন শনিবার বৈকাল তিনটে নাগাদ। গাজোলের কদু বাড়ি মোড় একটি বেসরকারি লজে। প্রথমে ডক্টর সর্বপল্লী রাধা কৃষ্ণান ছবিতে পুষ্পার্ঘ্য নিবেদন ও মালা পরিয়ে সম্মান জ্ঞাপন করেন। এ অনুষ্ঠান উপলক্ষে আলোচনা সভা কবিতা আবৃতি সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাজোলের পান্ডুয়া চক্রের এস আই তথা