আলিপুরদুয়ার -১ ব্লকের চকোয়াখেতি গ্রাম পঞ্চায়েতের খয়েরবাড়িতে দুই বাইকের মুখোমুখি সংঘর্ষে আহত হলো দুজন।বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটা নাহাদ জানা যায় এদিন ওই দূর্ঘটনা হয় সোনাপুর চিলাপাতা রাজ্য সড়কে।স্থানীয়দের কাছে জানা গেলো ওই রাস্তা দিয়ে এক বাইক চালক আসছিল আর খয়েরবাড়িতে গলির রাস্তা থেকে রাজ্য সড়কে আরেক বাইক চালক ওঠার সময় ওই দুর্ঘটনা হয়।