পারিবারিক অশান্তির জেরে আত্মঘাতী হলেন এক ব্যক্তি। মৃতের নাম অসীম মোহন্ত (৩৮), বাড়ি কুমারগঞ্জ ব্লকের মাঝিয়ান এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার অসীমবাবু বিষ পান করেন। পরিবারের লোকজন তাঁকে দ্রুত উদ্ধার করে বালুরঘাট হাসপাতালে নিয়ে আসেন। টানা চিকিৎসা চলছিল, তবে বুধবার রাত প্রায় ৮টা ৪৫ মিনিটে তাঁর মৃত্যু হয়। এরপর বৃহস্পতিবার দুপুর প্রায় একটা নাগাদ মৃতদেহের ময়নাতদন্ত হয় বালুরঘাট পুলিশ মর্গে। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়।