সন্ধ্যা নামলেই গা ছমছমে পরিবেশ! ডাউহিলের রাস্তায় রক্তাক্ত অবস্থায় উদ্ধার পর্যটকের দেহ। কার্শিয়াং এর ডাউহিলে বেড়াতে এসে মৃত্যু হল হাওড়ার এক বাঙ্গালী পর্যটকের। সোমবার ভোরে ডাউহিলের রাস্তায় রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয় ওই যুবকে। ঘটনা ঘিরে শুরু হয়েছে রহস্য। পড়ে গিয়ে মৃত্যু নাকি পেছনে রয়েছে অন্য কোন কাহিনী তা তদন্ত শুরু করেছে কার্শিয়াং পুলিশ।