গণেশ চতুর্থীকে সামনে রেখে বর্ধমানের খোসবাগানে হরিসভার শতবর্ষ উদযাপন উপলক্ষ্যে প্রকাশিত করা হল ডাক বিভাগের স্পেশাল কভার। বর্ধমান হরিসভা বর্ধমানের একটি সুপ্রাচীন প্রতিষ্ঠান। সেই প্রতিষ্ঠানের শতবর্ষ উদযাপন চলছে। এই প্রতিষ্ঠান শুধুমাত্র ধার্মিক কর্মকান্ডের সঙ্গে নয়, উদ্যোগী আরও সামাজিক কাজে, যার অন্যতম নারীশিক্ষার উন্নয়নের জন্য স্কুলের প্রতিষ্ঠা। সেই স্কুলেরও ৯০ বছর হয়ে গেছে। হরিসভার এই শতবর্ষ উদযাপনে বুধবার হরিসভা ও ভারতীয় ডাকবিভাগের উদ্যোগে প্রকাশিত হল।