মারুতি গাড়ির ধাক্কায় আহত বছর ৪৫ এক মহিলা অটো যাত্রী। ঘটনাটি ঘটেছে শনিবার রাত সাড়ে নটা নাগাদ হাড়োয়া-নাসিরহাটি রোডের ডিএন ২৮ বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায় নাসিরহাটির দিক থেকে একটি যাত্রী বোঝাই অটো হাড়োয়ার দিকে আসছিল অন্যদিকে একটি মারুতি গাড়ি নাসিরহাটের দিকে যাচ্ছিল বাস স্ট্যান্ডের কাছে যেতেই ওই মারুতি গাড়ি অটোটিকে ধাক্কা মারে, ঘটনায় আহত হয় অটো যাত্রী মহিলা। স্থানীয়রা আহত এই মহিলাকে উদ্ধার করে হাড়োয়া গ্রামীণ হাসপাতালে