দীর্ঘ তেরো বছরের প্রতীক্ষার অবসান, অবশেষে শনিবার কাটোয়া থেকে নতুন ট্রেন এসে পৌঁছালো ভাতার স্টেশনে খুশি এলাকার মানুষ। গত কয়েকদিন আগে রেল দপ্তর ঘোষণা করেছিল বর্ধমান কাটোয়া শাখায় একজোড়া ট্রেন সংখ্যা বৃদ্ধি করা হবে। সেই কথামতো রেল দপ্তর আজ সেই নতুন ট্রেন চালানো শুরু করল। নির্দিষ্ট সময়ে কাটোয়া থেকে ১:৫০ মিনিটে ছাড়ে নতুন ট্রেন। তবে বেশ কিছু সমস্যার কারণে এদিন ভাতার রেল স্টেশনে কিছুটা দেরি করে আসে ট্রেন।