দিনে দুপুরে চাল বুঝাই লরি গায়েব, সেই ঘটনায় গ্রেপ্তার হওয়া তিন চোরকে পুলিশি হেফাজতে নিয়ে তাদের কাছ থেকে উদ্ধার হল ৫০ বস্তা চাল। ৭ দিন পুলিশ হেফাজতে থাকার পর সোমবার একটা সময় তাদের পাঠানো হলো বর্ধমান আদালতে। আবারও ভাতার থানার পুলিশের বড়োসড়ো সাফল্য। চাল বোঝাই ট্রাক গায়েবের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করে পুলিশি হেফাজতে নিয়ে চুরি যাওয়া চাল উদ্ধার করল পুলিশ। এছাড়াও উদ্ধার হল চুরি যাওয়া লরি।