ঋষ্যমুখ কৃষি দপ্তরের উদ্যোগে নতুন একটি প্রযুক্তি যেগুলোকে বলা হয় সিট ড্রিল। এর মাধ্যমে মাস কালাই চাষ করার জন্য এই নতুন প্রযুক্তি মাধ্যমে একজন কৃষকের কৃষিজমিতে মাশ কালাই লাগানো হয় ! আজকে ঋষ্য মুখ কৃষি দপ্তরের এস এ সুজিত কুমার দাস এর উপস্থিতিতে কৃষকদেরকে স্বাবলম্বিত করার লক্ষকে সামনে রেখে উত্তর সোনাইছড়ি গ্রাম পঞ্চায়েতে একটি কৃষি জমিতে সিট ড্রিল মাধ্যমে মাসকলাই লাগানো হয় . এছাড়াও এই কর্মসূচিতে উপস্থিতিতে ছিলেন রতনপুর সেক্টর অফিসার অভিজিৎ দত্ত . উত্তর