দীর্ঘদিন বেতন না পাওয়ায় অনির্দিষ্টকালের জন্য অবস্থানে বসেছেন রাজবংশী ভাষার শিক্ষক-শিক্ষিকারা। বুধবার সকাল সাড়ে দশটা নাগাদ দ্বিতীয় দিনের মতো বালুরঘাটে জেলা শাসকের দফতরের সামনে চলল এই ধরনা। আন্দোলনের ডাক দিয়েছে দি গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশন। সংগঠনের নেতৃত্বরা জানান, দীর্ঘদিন রাজবংশী ভাষার শিক্ষকরা বিনা বেতনে কাজ করলেও প্রশাসন সমস্যার সমাধানে নীরব। তাই তারা বাধ্য হয়ে এই অনির্দিষ্টকালের ধরনা অবস্থানে বসতে বাধ্য হয়েছেন।