কোলে শক্ত করে বাঁধা শিশু আর তাকে নিয়েই জীবন যুদ্ধ চালিয়ে যাচ্ছেন এক মা। নিজেই যেন হয়ে উঠেছেন দশভুজা। এরকমই ছবি দেখা গেল ভাতার বাজারে সোমবার পাঁচটার সময়। পূর্ব বর্ধমান জেলার ভাতার বাজারে দেখা গেল জীবন যুদ্ধে জয়ী এক দশভুজা কে। স্বামী মারা গেছেন।স্বামী মারা যাওয়ার পর থেকে ভাতার গ্রামের বাপের বাড়িতেই থাকতেন তিনি কিন্তু হঠাৎ মারা যান বাবাও।