বুনিয়াদপুর পৌরসভার উদ্যোগে দুর্গাপূজো পরবর্তী প্রতিমা নিরঞ্জনের জন্য টাঙ্গন নদীর তীরে নতুন হাইড্রোলিক মেশিনের উদ্বোধন করা হলো। বুধবার দুপুর প্রায় দু’টোর সময় ক্রেতা সুরক্ষা দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী বিপ্লব মিত্র ফিতা কেটে ও সুইচ টিপে এই যন্ত্রটির উদ্বোধন করেন।বুনিয়াদপুর শহরের ৯ নম্বর ওয়ার্ডের স্টেডিয়াম ঘাটে প্রতিমা নিরঞ্জনের জন্য এই আধুনিক ব্যবস্থা করা হয়েছে। আগামীকাল থেকে শুক্রবার পর্যন্ত শহরের মোট ৪৬টি প্রতিমা নিরঞ্জনের কাজ এই ঘাটেই সম্পন্ন হবে।