বৃহস্পতিবার সন্ধ্যায় ১৩ তম বর্ষ গণেশ পূজোকে স্মরণীয় করতে নবদ্বীপ হিন্দু স্কুল ভবনে সান্ধ্যকালীন স্বেচ্ছায় রক্তদান ও এলাকার আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষদের নিয়ে বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করে কাঠগোলা গণেশ পূজা কমিটির সদস্যরা,এদিন সান্ধ্যকালীন স্বেচ্ছায় রক্তদান শিবির ও সুনেত্র আই কেয়ার সেন্টারের সহযোগিতায় চক্ষু পরীক্ষা শিবিরে বহু মানুষ ছুটে আসেন নবদ্বীপ হিন্দু স্কুল ভবনে,উদ্যোক্তারা জানান এবছর রক্তদান ও চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়।