আইন-শৃঙ্খলা নিয়মকানুন নিয়ে যানবাহন চালকদের সঙ্গে বিশ্রামগঞ্জ ও সি,র বৈঠক আইনশৃঙ্খলা নিয়ম-কানুন ট্রাফিক আইন নিয়ে বিশ্রামগঞ্জ মোটর স্ট্যান্ড এর প্রান্তিক ভবনের দ্বি তলে যানবাহন চালক এবং সমস্ত অটো চালকদের নিয়ে এক গুরুত্বপূর্ণ বৈঠক করেন বিশ্রামগঞ্জ থানার ওসি অজিত দেববর্মা। সঙ্গে ছিলেন সাব-ইন্সপেক্টর মিঠুন সাহা।