যাত্রা শিল্পীদের বাস আটকে হেনস্থা ও মোটা টাকা নেওয়ার অভিযোগ উঠল পুলিশের বিরুদ্ধে। নিউ ভারত জয়ী অপেরার শিল্পীরা বুধবার সন্ধ্যায় গোসাবার দয়াপুরে শো করতে যাচ্ছিলেন। অভিযোগ কলকাতা থেকে তাঁদের বাস বাসন্তী হাইওয়ে ধরতেই বিভিন্ন রাস্তার মোড়ে মোড়ে তাঁদের বাস আটকে মোটা টাকা নেওয়া হয়। ট্রাফিক পুলিশ কর্মীরা দীর্ঘক্ষণ বাস আটকে হেনস্থা করেছে বলে অভিযোগ যাত্রা শিল্পীদের। ঘটকপুকুর মোড়ে ৬০০০ টাকা, আরও একটি মোড়ে ৭০০ টাকা ও বাসন্তীর সোনাখালি মোড়েও মোটা টাকা নেওয়ার অভিযোগ উঠে