Barasat 1, North Twenty Four Parganas | Sep 10, 2025
বামনগাছি স্টেশনে এসি লোকাল থামছে না, হতাশ যাত্রীরা শিয়ালদহ-বনগাঁ শাখায় এসি লোকাল চালু হওয়ার পর থেকেই বামনগাছি স্টেশনে ট্রেনটি না থামায় ক্ষুব্ধ এবং হতাশ সাধারণ মানুষ। শিক্ষক দিবসের দিন থেকে এই শাখায় এসি লোকাল চলাচল শুরু হলেও বহু আবেদন এবং ডেপুটেশন জমা দেওয়ার পরেও রেল কর্তৃপক্ষ এই স্টেশনে ট্রেনটি থামানোর কোনো নির্দেশিকা জারি করেনি। , গত তিন দিন ধরে বামনগাছি স্টেশনের নিত্যযাত্রী, মান্থলি হোল্ডার এবং সাধারণ টিকিট যাত্রীরা গণস্বাক্ষর করে শিয়ালদহ-বনগাঁ শাখার ডি