নদীয়ার চাকদায় উনিশে আগস্ট একটি গোল্ড লোন অফিসে আগ্নেয় অস্ত্র নিয়ে ডাকাতি করে দুজন দুষ্কৃতী, এই চুরির ঘটনায় তিনজনকে গ্রেফতার করে পুলিশ, এরপর আদালতে তুললে পাঁচ দিনের পুলিশ হেফাজত পাই পুলিশ। পুলিশ হেফাজতে থাকাকালীন তদন্তে একটি আগ্নেয় অস্ত্র সহ গোল্ড লোন সংস্থার চুরি যাওয়া ১৬৬ টি ব্যাগ উদ্ধার হয়। বুধবার পুলিশ সুপারের অফিস থেকে সাংবাদিক সম্মেলন করে এ বিষয়ে জানালেন রানাঘাট পুলিশলার পুলিশ সুপার আশীস মৌর্য, উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার।