রানাঘাট পুলিশ জেলার সাইবার ক্রাইম থানার পক্ষ থেকে বিভিন্ন সময় প্রতারিত তিনজন ব্যক্তির লক্ষ্যাধিক টাকা ফেরত দিল পুলিশ। শুক্রবার সন্ধ্যায় কল্যাণীর সাইবারক্রাইম থানা থেকে অপূর্ব সরকার, তিনি ফেসবুকে একটি বেসরকারি ব্যাংকের চাকরির বিজ্ঞাপনে প্রতারিত হয়ে এক লক্ষ টাকা হারান তাকে তার সম্পূর্ণ টাকা উদ্ধার করে ফেরত দেওয়া হয়, বিমল পদমন্ডল ভুলবশত এক লক্ষ ৮ হাজার ৭৩২ টাকা অন্য একাউন্টে ট্রান্সফার করে ফেলেন সেই টাকা উদ্ধার করে দেওয়া হয় ও মাধব ঘোষের ১০ হাজার টাকা।