আমার পাড়া আমার সমাধান ক্যাম্প পরিদর্শনে করতে এসে জেলা শাসক খোরশেদ আলী কাদরি কে দেখা গেল ভিন্ন রূপে।মঞ্চ ছেড়ে গ্রামবাসীদের মাঝে এসে দাঁড়িয়ে শুনলেন সমস্ত সমস্যা তাৎক্ষণিক ভাবে চেষ্টা করলেন কোন পথে মিলবে সমাধান।কারো শৌচাগার এর সমস্যা কারো আবার আবাসের বাড়ির সমস্যা কেউ আবার জানালেন পাচ্ছেন না বার্ধক্য ভাতা। জেলাশাসক তৎক্ষণাৎ উপস্থিত বিভাগীয় অফিসারদের।