তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সুপারিশে, ৭৫ জন অযোগ্য প্রার্থীর চাকরি হয়েছিল বলে আদালতে নথি পেশ করে দাবী করেছে ইডি। সোমবার বিকেল সাড়ে পাঁচটা নাগাদ দেগঙ্গা ব্লক থেকে এই বিষয়ে প্রতিক্রিয়া দিলেন বিজেপির রাজ্য কমিটির সদস্য তরুণ কান্তি ঘোষ। তিনি বলেন বাজারে অযোগ্যদের কাছে চাকরি বিক্রি করে টাকা আদায় করেছে। সেই টাকার একটা বড় অংশ টালির চালায় এসেছে বলে দাবি করেন তরুণ। তিনি আরো বলেন