পূর্ব মেদিনীপুর জেলার গোঁসাইবেরে সিভিক শুভঙ্কর দীক্ষিতের দোকান থেকে চিপস চুরি করার অভিযোগে উঠেছিল গত ১৮ই মে সপ্তম শ্রেণীর ছাত্র কৃষ্ণেন্দু দাসের বিরুদ্ধে |অপমান সহ্য করতে না পেরে ছাত্রটি আত্মঘাতী হয়,সিভিক বিরুদ্ধে মামলা দায়ের করা হলে তাকে গ্রেপ্তার করে পুলিশ,সেই মামলাটি তুলে নেয়ার জন্য পরিবারের উপরে চাপ দেয়ার অভিযোগ উঠলো তমলুক পুলিশ লাইনে কর্মরত হোমগার্ড পুলক গোস্বামী ও তার পরিবারের বিরুদ্ধে |৮ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করল পরিবার |