গাজোল ১ নং অঞ্চলের হরিদাস গ্রাম সংলগ্ন 12 নং জাতীয় সড়কের ধারে দাঁড়িয়ে থাকা একটি লরির কেবিনের ভিতর থেকে মৃতদেহ উদ্ধার হয়।এরপর এই ঘটনা খবর জানাজানি হতেই গাজোল থানার পুলিশ এসে ওই মৃতদেহটি উদ্ধার করে নিয়ে যায় গাজোল স্টেট জেনারেল হাসপাতাল। জানা গিয়েছে ওই মৃত ব্যক্তিটি ওই লরির চালক, উত্তর দিনাজপুরের ডাল খোলার যাওয়ার পথে 12 নং জাতীয় সড়কে থেমে ছিলো ওই লরি চালক। নাম জয়ন্ত ভট্টাচার্য। বয়স আনুমানিক ৫৫ বছর।বাড়ি নদিয়া কল্যাণী হরিণঘাটা এলাকায়।শনিবার বে