সারা রাজ্যের পাশাপাশি দক্ষিণ দিনাজপুর জেলাতেও রবিবার শুরু হয়েছে এসএসসি পরীক্ষা। জেলার বালুরঘাট ও গঙ্গারামপুর মহকুমা মিলে মোট ১৭টি কেন্দ্রে ৮৪৭০ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছেন। সকাল থেকেই বালুরঘাট কলেজসহ বিভিন্ন স্কুল-কলেজে দীর্ঘ লাইন পড়ে পরীক্ষার্থীদের ভিড়ে। পরীক্ষার দিন যাতে কোনওরকম অসুবিধা না হয়, তার জন্য জেলা পুলিশের পক্ষ থেকে কঠোর নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। প্রতিটি কেন্দ্রে মোতায়েন রয়েছে পুলিশ ও সিভিক ভলান্টিয়ারর।