সাপের ছোবলে মৃত্যু হোলো আড়াই বছরের এক শিশুর, চাঞ্চল্য করনদিঘির কদমতলা এলাকায়। বুধবার পুলিশ দেহ ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ মেডিকেল কলেজের মর্গে পাঠায়। মৃত শিশুর নাম সায়ন ওরাও, বয়েস আনুমানিক আড়াই বছর, বাড়ি করনদিঘির কদমতলা এলাকায়। পরিবারের দাবী মঙ্গলবার বিকালে বাড়িতেই খেলছিল ওই শিশু৷ সেই সময়ে তার হাতে সাপ পেচিয়ে ধরে ছোবল দেয়। তাকে উদ্ধার করে করনদিঘি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে চিকিৎসকদের পরামর্শে রায়গঞ্জ মেডিকেল কলেজে আনা হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে।