দূর্গা পূজাকে সামনে রেখে অভিনব উদ্যোগ নিল সারদামণি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা। বুধবার 1.30 নাগাদ স্কুলের উদ্যোগে পুজোর আগে মিড ডে মিলের মেনুতে পোলাও মাংস স্যালাড পাপড় ভাজা খাওয়ানো হলো পড়ুয়াদের। পুজো উপলক্ষে শিক্ষক শিক্ষিকারা মিলে পড়ুয়া দের জন্য এই বিশেষ ভোজের আয়োজন করেছেন বলেও জানান শিক্ষক শিক্ষিকারা