ডাক্তার সোহেলের মৃত্যু নিয়ে রাজনীতি করছে বিজেপি এই অভিযোগ তুলে সোমবার বিকেলে ডেবরা ব্লকের ডেবরা কলেজ থেকে ডেবরা বাজার পর্যন্ত একটি প্রতিবাদ মিছিল করল আদিবাসী সম্প্রদায়ের মানুষজন। কয়েকদিন আগে ডেবরার অনন্ত বার এলাকার বাসিন্দা ডাক্তার সরেন আবগারি দপ্তরের কাজটিতে থাকাকালীন তাকে মারধর করে মেরে ফেলা হয়েছে বলে অভিযোগ তুলেছে বিজেপি। আর এই নিয়েই প্রতিবাদ আদিবাসী সম্প্রদায়ের মানুষজনের। এই ঘটনা নিয়ে পুলিশ তদন্ত করছে। তাহলে কেন বিজেপি ইচ্ছা করে রাজনীতি করছে।