বিভিন্ন দাবিকে সামনে রেখে সোমবার দুপুরে সম্মিলিত কেন্দ্রীয় বাস্তুহারা পরিষদের পক্ষ থেকে ঝাড়গ্রামের জেলাশাসকের কাছে ডেপুটেশন প্রদান করা হয়। এদিন ঝাড়গ্রাম শহরে মিছিল করে সংগঠনের সদস্যরা ঝাড়গ্রামের জেলা শাসকের কাছে ডেপুটেশন প্রদান করে। জানা গেছে অবিলম্বে বাস্তুহারাদের জমির রেকর্ড দিতে হবে সহ নয় দফা দাবিতে সামনে রেখে ডেপুটেশন প্রদান করা হয়।