ভেস্তে গেলো অপারেশন সুন্দর ফাইনাল কাপ, দীর্ঘক্ষণ যানজট ঘনিয়ামারা উপরের চৌমুহনি এলাকায়। সাত শতাধিক উপরে ফুটবলপ্রেমীরা নিরাশ হয়ে ফিরছেন ঘরে। রাস্তায় ব্যাপক যানজট আটকে পড়েন বহু যাত্রীসহ পথচারীরা। ট্রাফিক পুলিশ সেখানে নেই বলে অভিযোগ করলেন চালকরা। জানাযায় রবিবার ঘনিয়ামাড়া স্কুল মাঠে অপারেশন সিন্দুর ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা বন্ধ হয়ে পড়ে।