মৃতার নাম জ্যোতি কাঞ্জিলাল(২১)। কালনা থানার গুপ্তিপাড়ায় তাঁর বাপেরবাড়ি। বছর তিনেক আগে তাঁর বিয়ে হয়। তাঁর একটি মেয়েও আছে। দিনকয়েক আগে বাড়িতে তিনি কীটনাশক খান। তাঁকে রানাঘাট হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাঁকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। সোমবার ভোরে তিনি মারা যান। পরিবার সূত্রে জানা গিয়েছে, বিয়ের পর থেকেই তাঁর উপর শ্বশুরবাড়ির লোকজন মানসিক নির্যাতন চালাত। মৃতার মা অপর্ণা ভট্টাচার্য বলেন, মেয়ের উপর অত্যাচার হোত।