আড়শা গ্রাম পঞ্চায়েতে কংগ্রেসের প্রাক্তন প্রধান স্বর্গীয় হারু লায়েকের স্মরণ সভা। বৃহস্পতিবার আড়শা ব্লকের রাঙামাটি গ্রামে এই স্মরণ সভা হয়। ১৯৯৬ সালের চার সেপ্টেম্বর রাঙ্গামাটি গ্রামে ফেরার পথে দুষ্কৃতিদের হাতে খুন হয়। কংগ্রেসের পক্ষ থেকে দিনটি প্রতিবছর পালিত হয়। তার প্রতিকৃতিতে মালা দিয়ে শ্রদ্ধা জানান কংগ্রেসের কর্মীরা। পরে অনুষ্ঠিত হয় দু'দলের প্রীতি ফুটবল খেলা।সেদিন উপস্থিত ছিলেন আড়শা ব্লক কংগ্রেস সভাপতি গিরিধারী মাহাতো, কার্যকরী ব্লক সভাপত।