করম উৎসব উপলক্ষে মানবাজার-২ নং ব্লকের বুড়িবাঁধ এলাকায় অনুষ্ঠিত হলো সাঁওতালি মেলা এবং করম নৃত্য। শুক্রবার দুপুর দেড়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত গোলাপাড়া কুলট্যাঁড় গ্রামে এই মেলা অনুষ্ঠিত হয়।কুলট্যাঁড় সর্ব ষোলোয়ানার উদ্যোগে এই আদিবাসী মেলা অনুষ্ঠিত হয়,অনুষ্ঠিত হয় করম নৃত্য। অংশ গ্রহন করেন এলাকার মানুষজনেরা।