গড়েরবন্দ এলাকায় পাতা বাবার দর্শনার্থীদের সুবিধার কথা চিন্তা করে বিভিন্ন ব্যবস্থা নেওয়া হয়েছে,জানালো রামকৃষ্ণনগরের চক্র আধিকারিক। বৃহস্পতিবার রামকৃষ্ণনগরের চক্র আধিকারিক জানান,শ্রীভূমি জেলার রামকৃষ্ণনগর বিধানসভা সমষ্টির অন্তর্গত গড়েরবন্দ এলাকায় পাতা বাবার এখানে দুর-দূরান্ত থেকে অনেক ভক্তরা আসছেন। তার জন্য পাতার বাবার এখানে আসা ভক্ত ও দর্শনার্থীদের সুবিধার কথা চিন্তা করে বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।