লাগাতার বৃষ্টি আর দামোদরে জল ছাড়ার ফলে পাড় ভেঙে জলের তলায় বিঘের পর বিঘে চাষের জমি,ভয়াবহ ভাঙন দামোদরে,আতঙ্কে কয়েকশো পরিবার। গত প্রায় ২ মাস ধরে লাগাতার বৃষ্টি এবং দামোদরে জল ছাড়ার ঘটনায় ধুয়ে মুছে সাফ হয়ে গেল দামোদরের গৈতানপুর চরমানা এলাকার দামোদরের পাড়ের বাঁধন ।কয়েকবছর আগে এই চরমানা এলাকার দামোদরের ভাঙন ঠেকাতে তারের জালে বেঁধে বড় বড় বোল্ডার দিয়ে পাড় বাঁধানো হয়। কিন্তু সম্প্রতি সেই নির্মিত পাড় বাঁধাই ধুয়ে মুছে সাফ হয়ে যেতে শুরু করেছে।