সাইবার ক্রিমিনাল দ্বারা প্রতারিতদের অর্থ উদ্ধার করে ফিরিয়ে দিল রাণাঘাট পুলিশ জেলার সাইবার ক্রাইম থানা। মঙ্গলবার কল্যাণীতে পাঁচজন সাইবার অপরাধের শিকার ব্যক্তদের প্রতারিত লক্ষাধিক টাকা সফলভাবে উদ্ধার করে ফিরিয়ে দিল। প্রতারিত নারায়ণ শঙ্কর ভুলবশত ১ লক্ষ ৪ হাজার ৯ শো টাকা ট্রান্সফার করে ফেলেন। তিনি তার সম্পূর্ণ টাকা ফেরত পান । শামীম মন্ডল একটি ফেক কলের মাধ্যমে প্রতারিত হন।তার ৪৫০০০ হাজার, পায়েল দাস মন্ডল একটি ফেক লোন অ্যাপ ইন্সটল করে প্রতারিত হন।