রবিবার ৬ টা নাগাদ পূর্ব বর্ধমানের বণ্ডুল ২ নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে প্রতিবাদ সভা থেকে এমনই মন্তব্য করলেন তিনি। তিনি বলেন, “এরকম একটা বিরোধীনেতা তৈরি করেছো যার জন্মের ঠিক নাই। সে কখনও শিশির অধিকারী-কে বাবা বলত কখনও তৃণমূল কংগ্রেস করার সময় বাংলার মমতাদিকে মা বলে সম্মান দিত। এখন বলছে পিসি আর ভাইপো আর বলছে ‘আমি মোদী কা বাচ্চা হে’, তো তুমি যদি মোদী কা বাচ্চা হও তো তুমি গুজরাটে বাস করো কাঁথিটা ছেড়ে দাও।